মোঃ সামিরুল ইসলামঃচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
রাজশাহী বিভাগের গোমস্তাপুর উপজেলা থেকে একমাত্র স্বেচ্ছাসেবী হিসেবে "Best Volunteer Award 2024" অর্জন করলেন ফারহান ইবনে রফিক। Voluntary Service Overseas (VSO) Bangladesh, যা একটি যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন ও দাতব্য সংস্থা এবং National Youth Forum কর্তৃক আয়োজিত “Best Volunteer Award 2024”-এ রাজশাহী বিভাগে দ্বিতীয় সেরা স্বেচ্ছাসেবক হিসেবে তিনি এই সম্মাননা লাভ করেন।
গতকাল (২০ ফেব্রুয়ারি ২০২৫) ঢাকার Young Women's Christian Association of Bangladesh (YWCA) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ছয়টি বিভাগের নির্বাচিত সেরা স্বেচ্ছাসেবকদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। এই আয়োজনে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মোট ৪৩ জন স্বেচ্ছাসেবককে তাদের অসামান্য অবদানের জন্য সম্মানিত করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, VSO Bangladesh - এর কান্ট্রি ডিরেক্টর খবিরুল হক কামাল
ফারহান ইবনে রফিক একটি স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন “ছড়িয়ে দাও সীমাহীন আলো, রহনপুর”-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক। তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন, যার মধ্যে উল্লেখযোগ্য—অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা, পরিবেশ সচেতনতা কার্যক্রম, রক্তদান কার্যক্রম, বিতর্ক প্রতিযোগিতা আয়োজন, বিভিন্ন অলিম্পিয়াড আয়োজন সহ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা।
ফারহানের নেতৃত্বে তাঁর সংগঠন ইতোমধ্যে ২০টির বেশি স্বেচ্ছাসেবী প্রোগ্রাম সম্পন্ন করেছে। এছাড়া, গোমস্তাপুর উপজেলার ছাত্র-ছাত্রীদের জন্য বিজ্ঞান অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা ও নেতৃত্ব বিষয়ক কর্মশালা আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে স্বেচ্ছাসেবায় উদ্বুদ্ধ করছেন তিনি। তার এই নিরলস পরিশ্রম এবং সমাজের প্রতি দায়িত্ববোধের জন্যই তাকে রাজশাহী বিভাগের দ্বিতীয় সেরা স্বেচ্ছাসেবক নির্বাচিত করা হয়।
ফারহান ইবনে রফিক বলেন, "এই অর্জন কেবল আমার একার নয়, বরং সকল স্বেচ্ছাসেবী ও সহযোদ্ধাদের। এই স্বীকৃতি আমাকে আরও বেশি অনুপ্রাণিত করেছে ভবিষ্যতে সমাজের কল্যাণে কাজ করতে, অসহায়দের পাশে দাঁড়াতে এবং নতুন প্রজন্মকে স্বেচ্ছাসেবায় উদ্বুদ্ধ করতে।"
এই সম্মাননা অর্জনের মাধ্যমে গোমস্তাপুর উপজেলা এবং রাজশাহী বিভাগে স্বেচ্ছাসেবী কার্যক্রমের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। ফারহানের এই সাফল্য নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত