মোঃসামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
পহেলা বৈশাখ বাঙালিদের প্রানের উৎসব বাঙালি ও বৈশাখ মিলেমিশে একাকার বাংলায়। এদিন নানা আয়োজনে বর্ষবরণ করা হয়ে থাকে এরই অংশ হিসাবে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদ নানা আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখের দিন টি উদযাপন করেছে ।
সোমবার(১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২ সকালে রহনপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্যে দিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে ইউনিয়নের এলাকার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষ, আনন্দ উল্লাস করে বাঙালির ঐতিহ্য মাছ, মরিচ, পেঁয়াজ, দিয়ে পান্তা ভাত খাওয়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রহনপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান সোহরাব
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রহনপুর পৌর বিএনপি বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহনপুর পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম, রহনপুর ইউনিয়ন পরিষদের সচিব মুরসালিন মুশা, যুবনেতা সাজ্জাদ, মনিরুল ইসলাম, জুয়েল আলী, প্রমূখসহ ইউনিয়নের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।