1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

গোমস্তাপুরে আবজারণ নেছা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

গোমস্তাপুর প্রতিনিধিঃমোঃ সামিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে আবজারণ নেছা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নবীনদের বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আবজারণ নেছা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আয়োজন,অত্র বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায়, ইংরেজি শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক আব্দুল হামিদ এর সভাপতিত্বে

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মতিউর রহমান, সহকারী শিক্ষক আনসারুজ্জাম সহকারী প্রধান শিক্ষক, আশাদুজ্জামান, সাবেক শিক্ষক,বিসারত আলী,সাদিকুল ইসলাম, আব্দুল করিম, সাবেক ওয়ার্ড সদস্য আব্দুল রশিদসহ আরও উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সানজিদ ইসলাম ও রুমন আহমেদ।অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ বিদায়ী শিক্ষার্থীদের বলেন,আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে। রাধানগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মতিউর রহমান জানান,এখানে লেখাপড়ার মান অনেক ভালো, তিনি এ বিদ্যালয়কে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।অনুষ্ঠানের দ্বিতীয় অংশে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট