মোঃসামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার সকালে সুর্যোদয়ের সাথে সাথে ,তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। এছাড়া,দিবসটি উপলক্ষ্যে (২৬ মার্চ) বুধবার সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাটে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। সকাল আটটায় রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অবমুক্ত করা হয়, কুচকাওয়াজ ও শিশু কিশোরদের ডিসপ্লে প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যনা এর সভাপতিত্বে সকাল দশটায় রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল, অফিসার ইনচার্জ রইস উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রানী সম্পদ অফিসার ওয়াসিম আকরাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, আঃ মান্নান, ইদ্রিস আলি, ,সাংবাদিক ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত