মোঃসামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সম্প্রতি পত্রিকাসহ সাইকেল চুরি হয়ে যাওয়া পত্রিকা হকার জুয়েলকেঅর্থ সহায়তা দিয়েছেন গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর জামায়াত ।শনিবার(২৯) দুপুরে রহনপুর খোয়াড় মোড়ে অবস্থিত তাহফিমুল কুরআন একাডেমিতে তার হাতে এ অর্থ তুলে দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল ড. মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা জামায়াতের আমীর ইমামুল হুদা, রহনপুর পৌর জামায়াতের সেক্রেটারী মানিক রায়হানসহ অন্যরা। প্রসঙ্গত:গত ২৪ ফেব্রুয়ারী উপজেলা পরিষদের সামনে থেকে তার পত্রিকাসহ সাইকেলটি চুরি করে নিয়ে যায় চোর। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা,রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা গোমস্তাপুরে সাইকেল চুরি হওয়া পত্রিকা হকারকে জামায়াতের আর্থিক সহায়তা
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত