1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী মৃত্যু পাল্টা পাল্টি মারধরের অভিযোগ

মোঃ সামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

মোঃ সামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যকর্মী ও রোগীর স্বজনদের পাল্টা পাল্টি মারধরের ঘটনায় শনিবার রাতে উপজেলা সদর রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অপ্রীতিকর ঘটনা ঘটে। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত উপসহকারী কমিউনিটি  মেডিকেল  অফিসার হারুন মাসুদকে চিকিৎসায় অবহেলার অভিযোগে মারধর করা হয় বলে জানা গেছে । জানা গেছে , উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের আনারপুর গ্রামের রাবজুল হক নামে ৬০ বছরের  এক বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় শনিবার রাত ১০ টার দিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে স্বজনরা। এসময় হাসপাতালের জরুরি বিভাগ কর্তব্যরত চিকিৎসক ডা: হাবিবা সুলতানা হ্যাপি তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে রামেক হাসপাতালে রেফার্ড করেন।এসময় তিনি জরুরি বিভাগে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হারুন মাসুদকে বাকি কিছু চিকিৎসা দিয়ে তাদের দ্রুত ছেড়ে দিতে বলেন।তবে ওই স্বাস্থ্যকর্মী আরও কিছু রোগী নিয়ে ব্যস্ত থাকায় ওই রোগীকে বাকি চিকিৎসা দিতে দেরি হওয়ায় রোগীটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এতে ক্ষিপ্ত হয়ে মৃত রোগীর ছেলে শহিদুল ও রবিউল ওই স্বাস্থ্যকর্মীকে বেদম মারধর করে। পরে হাসপাতালের অন্যান্য কর্মচারী ও বহিরাগতরা রোগীর দুই ছেলেকে মারধর ও আটকে রাখে। খবর পেয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন লিংকন,  পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দ  ওই স্বাস্থ্যকর্মীকে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন লিংকন জানান, হাসপাতালে গন্ডগোলের খবর পেয়ে আমি দ্রুত ছুটে আসি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করি।রোগীর স্বজনদের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী চিকিৎসায় কোন অবহেলা করেনি। তাকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে।এদিকে, স্বাস্থ্যকর্মীকে মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলার স্বাস্থ্যকর্মীদের সংগঠনের সভাপতি মেসবাহুল হক। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। এদিকে, হাসপাতালে সংঘটিত রাতের ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেননি বলে জানান ওসি রইসউদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট