1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সংবর্ধনা ও ইফতার মাহফিল

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে রমাদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) বিকাল ৫টায় টাউন ক্লাবে চাঁপাইনবাবগঞ্জ জেলা ল’ইয়ার্স কাউন্সিলের সহ-সভাপতি এ্যাড. মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. মতিউর রহমান আকন্দ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় উপদেষ্টা ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মো: নুরুল ইসলাম বুলবুল।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মো: মতিউর রহমান আকন্দ বলেন, এই রমজান মাসে আমাদের কুরআনের শিক্ষা গ্রহণ করতে হবে। পৃথিবীতে প্রায় অসংখ্য পরিবর্তন এসেছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন আসেনি। ধর্মনিরপেক্ষতাবাদ,সমাজতন্ত্রসহ কোন পরিবর্তনই মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারেনি। একমাত্র আল কুরআন মানুষকে সঠিক পথ দেখিয়েছে। তাই কুরআনের আলোকে আমাদের জীবন পরিচালনা করতে হবে।

তিনি আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে, তারা আসাকরি সঠিকভাবে দায়িত্ব পালন করবে। তারা সিম্পোজিয়াম ও সেমিনারের মাধ্যমে আইনজীবী সমিতিকে উজ্জীবিত রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মো: রফিকুল ইসলাম, পৌরসভা সাবেক মেয়র মো: নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো: গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের জেলা সভাপতি এ্যাড. ইসাহাক আলী, সেক্রেটারি এ্যাড. মাসির আলি, এ্যাড. নূরে আলম সিদ্দিকী (আসাদ), এ্যাড. শফিক এনায়েতুল্লাহ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলার আইনজীবী, সুশীল সমাজের ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট