সানাউল ইসলাম সোহাগ নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নের বেহুলা গ্রামে আবুল কাশেম এর নেতৃত্বে সকল ভাইদের উদ্দেগে ২১ রমজান শনিবার এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতার মাহফিলে আলহাজ আইনাল মহাজনের বড় ছেলে আলহাজ আমিনুল ইসলাম তার পিতা মাতার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া পার্থনা করেছেন এবং তিনি বলেন আমার বাবা বেঁচে থাকতে তিনি প্রতিবছর আমাদের গ্রামের সর্বস্তরের মানুষকে এইরকমভাবে ইফতার করাতেন তার ন্যায় হিসেবে আমরা ভাই বোন মিলে বাবা মার রুহের মাগফিরাত কামনা করে আমরা এই ইফতার মাহফিলের আয়োজন করেছি, এখানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছেন,
তার আরেক ছেলে আবুল কাশেম মহাজন, সকলের উদ্দেশ্যে কথা বলে দোয়ার পার্থনা করেছেন
সেই সাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ করা কয়েকজনের সাক্ষাৎকার নিলে তারা বলেন মৃত আলহাজ্ব আয়নাল মহাজন একজন ভালো মানুষ ছিলেন তিনি জীবিত থাকতে প্রতিবছর তার ছেলে মেয়ে সহ সকলকে নিয়ে এইরকম বিশাল ইফতার মাহফিলের আয়োজন করতেন। সেই সূত্র ধরে তার ছেলেমেয়েরা বাবা মায়ের আত্মার মাগফিরাত কামনা করে আজকের ইফতার মাহফিলের আয়োজন করেছেন,এখানে আমরা অংশগ্রহণ করেছি এবং দোয়া করেছি তাদের বাবা-মায়ের জন্য।
আরো বলেন মাওলানা তহরুল ইসলাম আমি এই বেহুলা গ্রামে প্রায় ১৮ বছর এই বেহুলা মসজিদে ইমাম এর দায়িত্ব পালন করেছি, আমি তার ব্যবহারে মুগ্ধ হয়েছি, তিনি অত্যন্ত ভালো ও সৎ মানুষ ছিলেন, তাইতো আমরা সবাই তার রুহের মাগফেরাত কামনায় আজকের ইফতারে অংশগ্রহণ করেছি।
তাদের মা বাবাকে উদ্দেশ্য করে মাওলানা ফিরোজ কবির বলেন, বাবা মা ছেলেদেরকে রেখে যাই যাতে ছেলে-মেয়েরা বাবা মার মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করতে পারে এবং দান ক্ষয়রাত করতে পারে, তারই অংশ হিসেবে আলহাজ্ব আয়নাল মহাজনের ছেলেরা প্রতিবছর এরকম বিশাল ইফতার মাহফিলের আয়োজন করে থাকে, আমরা তার এবং তার ছেলেদের জন্য দোয়া করি।সেই সাথে তার অন্য একজন ছেলে বাহাদুর আয়োজনের দেখা শুনা করে তার বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত