ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা রেললাইনের হোসেনডাইং এলাকায় মর্মান্তিক ট্রেন দূর্ঘটনায় নিহত সাংবাদিক মেহেদী হাসান সবুজের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো: নূরুল ইসলাম বুলবুল। তিনি গত মঙ্গলবার নিহতের বাসায় ছুটে যান, পরিবারের খোঁজ-খবর নেন এবং নিহতের পরিবারের কাছে নগদ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল নিহতের আত্মার মাগফিরাত কামনা করে, তার পরিবার-পরিজনদের ধৈর্য ধারণ ও শোক কাটিয়ে উঠার তাওফিক কামনা করে, পরিবারদের সদস্য ও উপস্থিত জনতাকে নিয়ে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন এবং নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।এসময় আরো উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, পৌর জামায়াতের নায়েবে আমীর এ্যাড শফিক এনায়েতুল্লাহ সহ স্হানীয় নেতৃবৃন্দ।
ট্রেনে কাটা পড়ে মেহেদি হাসান সবুজ (২৭) গত ২৯ মার্চ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা রেললাইনের হোসেনডাইং এলাকায় রেল লাইন ক্রসিং সময় দূর্ঘটনার শিকার হন,পরবর্তী হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। মারা যাওয়া সবুজ জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল গ্রামের মাহবুব ইসলাম বাবুর ছেলে। মেহেদি হাসান সবুজ দেশ বুলেটিন নামের একটি পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
এ সময় জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াত কোন ক্ষমতাকেন্দ্রীক ও উচ্চাভিলাষী রাজনৈতিক সংগঠন নয় বরং প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঘুর্ণিঝড়, বন্যাসহ দেশের বিভিন্ন দুর্যোগে জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্থ মানুষের পাশে ছুটে আসে এবং তাদের আর্থিক সহযোগিতা প্রদান করে থাকে। তিনি বলেন, বিপন্ন মানুষের সেবা করাকে আমরা ইবাদাত মনে করে এ দায়িত্ব পালন করে থাকি। তারই ধারাবাহিকতাই আজ আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তা নিশ্চিত হলে কেউ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। তিনি আরো বলেন, মৃত্যু পূর্ব নির্ধারিত। আমাদের সর্বাবস্থায় আল্লাহর ফায়সালা মেনে নিতে হবে। আল্লাহ যা দেন তা আমাদের ভালোর জন্যই দেন। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে যাতে সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসীব করেন।
অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দায়িত্ববোধের জায়গা থেকে মানুষের পাশে দাড়ায়। জামায়াতে ইসলামী এ দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এই দেশ আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত হলে সকলের অধিকার নিশ্চিত হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত