ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (৫ এপ্রিল শনিবার) সকাল এগারোটায়, জেলা সদরের বিশ্বরোড মোড়স্থ নিজস্ব মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পারস্পরিক ঈদের শুভেচ্ছা বিনিময়, মধ্যাহ্ন ভোজ ও মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনের চেয়ারম্যান জনাব বরিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান আখতারুজ্জামান, মহাসচিব শাহীন আকতার, সাংগঠনিক সম্পাদক রিপন আলী, ইমাম হাসান জুয়েল, বিপ্লব হাসান, মনিরুল ইসলাম সহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন-এর চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, সাংবাদিকরা ৫ আগস্ট ২০২৪ এর পর রাষ্ট্রীয় চাপ, বিধি-নিষেধ বা হুমকি ব্যতীত স্বাধীন ভাবে সংবাদ পরিবেশনের অধিকার ভোগ করছেন। পাঠক সমাজ সত্যনিষ্ঠ সংবাদ পাঠের আস্বাদন পাচ্ছেন। কিন্তু রাজনৈতিক অপশক্তি, দুর্নীতিবাজ চক্র, মাদক-চোরাকারবারী ও সরকারী সম্পদ লুন্ঠনকারী সত্যনিষ্ঠ সাংবাদিকতার জন্য এখনও বিপজ্জনক!
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, অবৈধ স্বার্থান্নেষী মহল ও চাঁদাবাজ সন্ত্রাসীরা সত্যনিষ্ঠ সাংবাদিকতার জন্য আগে যেমন হুমকি ছিল , বর্তমানের হুমকি এবং আগামী দিনেও বিপজ্জনক থাকবে।
তিনি আরো বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতার হুমকি মোকাবিলায় সাংবাদিক সমাজের সুদৃঢ় ঐক্য গড়া যেমন জরুরী, অপরদিকে সরকারের তরফ থেকে আইনি সাপোর্ট দেয়ার জরুরী । এ ছাড়াও তিনি "হলুদ ও অপসাংবাদিকতা" প্রতিরোধের জন্য সাংবাদিক সমাজের প্রতি কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানান।
জনাব রবিউল ইসলাম বলেন, সাংবাদিকরা নিজেরা নিজেদের শত্রু! ব্যাঙের ছাতার মত সাংবাদিক সংগঠন গজিয়ে উঠছে, কিন্তু কারো সাথে কারোরই পেশাদারিত্ব সম্পর্ক নেই! অথচ ঐক্য ছাড়া কোন সমাজ, জাতি বা গোষ্ঠী-সম্প্রদায়ের উন্নতি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
মধ্যাহ্ন ভোজ শেষে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে নীতি-নির্ধারনী সিদ্ধান্ত নেয়া হুয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত