1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা

অনলাইন নিউজ ডেক্স
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেক্স

মে দিবসের ছুটিসহ টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১ মে বিশ্ব শ্রমিক দিবস। সরকারি ছুটির তালিকা ২০২৫ অনুযায়ী, আগামী ১ মে ‘মে দিবস’-এর ছুটি। সরকারি তালিকায় এটি সাধারণ ছুটি। এ বছর মে দিবস বৃহস্পতিবার। পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিত ছুটি। সুতরাং পয়লা মেসহ টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

বিশ্বজুড়ে ১ মে তারিখটি পরিচিত ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে। দিনটি শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এ উপলক্ষে বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনগুলো র‍্যালি, সভা ও শোভাযাত্রার মাধ্যমে তাদের ঐক্য এবং দাবির কথা তুলে ধরে।

বাংলাদেশসহ প্রায় ৮০টি দেশে এই দিনটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়। এটি শুধু একটি স্মরণীয় দিন নয়, বরং শ্রমিক আন্দোলনের দীর্ঘ ইতিহাস ও সংগ্রামের প্রতি সম্মান জানানোর একটি উপলক্ষ্যও বটে।

এদিকে এবার ঈদুল ফিতরেও টানা ৯ দিনের পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট