নিজস্ব সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ৪ নং নেজামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে তারুণ্যের উৎসব -২০২৫ শীর্ষক কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ ইউনিয়ন পরিষদ হলরুমে নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, এলজিইডি (প্রকৌশলী) শাহিনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশীদ, সহকারী প্রোগ্রাম কর্মকর্তা সোহেল রানা। পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব, উপ-সহকারী প্রকৌশলী(জনস্বাস্থ্য) মাহবুব আলম,আরও উপস্থিত ছিলেন - নেজামপুর ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও প্রতিযোগী ছাত্র ছাত্রীরা। দিনব্যপি অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়।
প্রতিযোগীতায় বাকইল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও নেজামপুর আলিম মাদ্রাসা রানার্সআপ অর্জন করে। উভয় পক্ষকে প্রাইজমানি দেয়া হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউ,পি সদস্য, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও গ্রাম পুলিশ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অত্র ইউপি সচিব আব্দুল্লাহ আল-মামুন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত