নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২৫-২৬ চক্রের ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো।
এসময় থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আহম্মদ রায়হান শরিফ, এলজিইডি ইঞ্জিনিয়ার সাহিনুল ইসলাম, সমাজ সেবা অফিসার সোহেল রানা, বিএমডিএ ইঞ্জিনিয়ার রেজাউল করিম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আগামী ৬ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।