1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

নাচোলে তারুণ্যের উৎসব ও যুব সমাবেশ অনুষ্ঠিত

ফারুক হোসেন ডন, নাচোল প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা :

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রশাসন আয়োজিত তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ-শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ই জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় অডিটেরিয়াম হলরুমে অনুষ্ঠিত কর্মশালায়  সভাপতিত্বে করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, এলজিইডি প্রাকাশৌলী শাহিনুল ইসলাম, উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস, কৃষি সম্প্রসারণ অফিসার রায়হানয়ুল ইসলাম ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হক তথ্য কর্মকর্তা সোহেল রানা, জনস্বাস্থ্য কর্মকর্তা মাহবুব আলম, সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান সমাজসেবা অফিসার সোহেল রানা সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ৬ গ্রুপে বিভক্ত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারুণ্যের ভাবনাগুলো লিপিবদ্ধ করে। এরপর দলীয়ভাবে তাদের ভাবনাগুলো উপস্থাপন করে তাদের দলের নেতারা।

দ্বিতীয়ার্ধে কর্মশালায় নাচোল মহিলা ডিগ্রী কলেজে, স্কুলের ছাত্র-ছাত্রীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আয়োজিত কর্মশালায় বিজয়ী তরুণ ও তরুণীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নির্বাহী অফিসার নিলুফা সরকার এছাড়াও কর্মশালার গুরুত্ব আরোপ মাধ্যমে সার্বিক সফলতা কামনা করেন এবং অংশগ্রহণকারীরসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট