নাচোল থেকে ফারুক হোসেন ডনের তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রী করণে, শিক্ষা প্রতিষ্ঠানে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১২ই ফেব্রুয়ারি বেলা ১টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের গোলাবাড়ী উচ্চ বিদ্যালয় কক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজামুল হক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্পের সাইকোসোশ্যাল কাউন্সিলর ইফফাতারা রাখী ও প্রোগ্রাম অর্গানাইজার মিজানুর রহমান।
বক্তব্য শেষে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ১৫জন কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
জনসচেতনতামূলক সভায়, বিদেশ যাবার পূর্বে সঠিক ভাবে পাসপোর্ট ভিসা যাচাই-বাছাইয়ে সহযোগীতা করা, আটক ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিৎসা সহায়তা, দেশে লাশ ফেরত আনা এবং ক্ষতিগ্রস্ত হয়ে ফেরত ব্যাক্তিকে যাচাই বাছাই পূর্বক আর্থিক সহায়তা করা সহ বিভিন্ন বিষয়ের উপরে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রাকের যৌথ অর্থায়নে এবং ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম ইম্প্রভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) নামের এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত