ফারুক হোসেন ডন নাচোল থেকে :
ডাঃ ও আউটসোর্সিং সংকটের কারণে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এর ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা।
দীর্ঘ লাইনে দাঁড়িয়েও দেখা পাচ্ছেন না কাংখিত চিকিৎসকের। এক রোগের চিকিৎসা নিতে এসে অন্য রোগের চিকিৎসককে দেখাতে বাধ্য হতে হচ্ছে রোগীদের। কাগজে কলমে ৫০ শয্যার এ হাসপাতালে বেড রয়েছে মাত্র ৫০ টি। হাসপাতালটিতে দৈনিক গড়ে প্রায় ৪০ থেকে ৪৫ জন রোগী ভর্তি থাকেন। এছাড়াও আউটডোরে প্রতিদিন গড়ে চিকিৎসা নিতে আসেন আরও ৪০০ থেকে ৪১০ জন রোগী। রোগীর চাপ সামলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
সরজমিনে হাসপাতালটিতে গিয়ে দেখা গেছে, রোগীদের দীর্ঘ লাইন থাকলেও অনেকেই তাদের কাঙ্খিত ডাক্তরকে দেখাতে পারছেননা বলে জানিয়েছেন বিভিন্ন রোগীরা।
নাচোল পৌরসভার মধ্যে বাজারের বৃদ্ধা বাবুল আক্তার জানান, প্রায় এক মাস ধরে প্রস্রাবের সমস্যার কারণে এখানে ভর্তি রয়েছি। এ হাসপাতালে চিকিৎসক খুবই কম রয়েছে। যতজন ডাঃ থাকার প্রয়োজন, সবগুলো থাকলে আরও আগে চিকিৎসা নিয়ে বাড়ি যেতে পারতাম। সরকারের কাছে দাবি করছি, যেন ডাক্তারের সংখ্যা বাড়িয়ে দেয়।
উপজেলার জোড় পুকুর গ্রামের মরিয়ম বেগম জানান, এই মেডিকেলে মাথা ও বুকের সমস্যার কারণে ৫দিন ধরে ভর্তি আছি। সঠিক ভাবে চিকিৎসা পাচ্ছি না। দিনরাতে মাত্র একবার ডাঃ আসে।
ডাঃ খুব কম আছে। কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি ডাঃ এর সংখ্যা যেন বাড়িয়ে দেন।
উপজেলার কাজলা গ্রামের একজন বৃদ্ধা রোগীর সাথে থাকা রেসমা খাতুন জানান,
আমার আম্মু ৬দিন থেকে জ্বর, ডান্ডা কাশি সহ বিভিন্ন সমস্যা নিয়ে ভর্তি রয়েছে। এখানে ঠিকমত ডাক্তার থাকেনা। সকালে একবার ডাক্তার রাউন্ড দেয়। আর সারাদিন কোন ডাক্তার আসেনা। রাতে ৯টার পর একবার একজন ডাক্তার আসেন। তাও আবার ডাকলে আসেন। না ডাকলে আর আসেননা। নার্সেরাই দেখাশোনা করেন।
এবিষয়ে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ কামাল উদ্দিন জানান, মেডিকেলে চিকিৎসক থাকার কথা ১৩ জন এর মধ্যে রয়েছে মাত্র ৪ জন। শুন্য রয়েছে ৯জন। আউটসোর্সিং ১৯ জনের মধ্যে রয়েছে ১৩জন, শুন্য রয়েছে ৬জন। এছাড়া অন্যন্যো পদ সমুহের জনবল সঠিক পরিমাণ রয়েছে।
তবে ১বছর যাবত চিকিৎসক এবং ৩বছর যাবত আউটসোর্সিং জনবলগুলোর সংকট রয়েছেন। যার কারনে রোগীর চাপ সামলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে আমাকে। এবিষয়ে প্রতিমাসেই, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন, রাজশাহী ডিরেক্টর ও ঢাকা স্বাস্থ্য অধিদপ্তর অফিসে চাহিদা পাঠাতে আছি কিন্তু কোন ধরনের ফিডব্যাক আসেনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত