ফারুক হোসেন ডন, নাচোল চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মাত্তাপুর হাই স্কুলের শিক্ষকের সম্মানে ও বন্ধুত্বের বাঁধনে এসএসসি-২০০৮ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) ২৮ রমজানে উপজেলার বাস স্ট্যান্ড সংলগ্ন সি,এন,এস ক্যাফে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে মাত্তাপুর হাই স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র ইমরুল কায়েসের সঞ্চালনায়- বন্ধুত্বের বাঁধন এসএসসি-২০০৮ ব্যাচ পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ছাত্ররা ইফতার ও দোয়া মাহফিলে বন্ধুত্বের পুনর্মিলন এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ নিয়ে এক অনন্য সন্ধ্যা পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা, স্মৃতিচারণ, এবং একসাথে ইফতার করার আনন্দ সত্যিই অমূল্য। নানা পেশাজীবী বন্ধুদের সঙ্গে সুন্দর একটি নেটওয়ার্ক তৈরি হলো, যা ভবিষ্যতে আমাদের সবাইকে আরও সংযুক্ত রাখবে। আল্লাহ আমাদের এই বন্ধন অটুট রাখুক।
ইফতার ও দোয়া মাহফিল আয়োজনকারী শিক্ষা প্রতিষ্ঠান মাত্তাপুর হাই স্কুল ২০০৮ ব্যাচের বলেন, আমাদের স্কুলের পক্ষ থেকে পৃথিবী থেকে বিদায় নেওয়া শিক্ষক, ব্যাচম্যাট বন্ধু -বান্ধবীদের আত্নার মাগফিরাত কামনাসহ যাঁরা পঙ্গুত্ব বরণ করেছে ও বিভিন্ন অসুস্থতায় ভুগছেন তাদের জন্য দোয়া করা হয়। শিক্ষক ও ছাত্রদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। এছাড়াও স্কুলের পক্ষ থেকে গরীব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অত্র স্কুলের ২০০৮ ব্যাচের পক্ষ থেকে সামাজিক ও মানবিক কাজের ধারা অব্যাহত রাখতে তিনি সকলের দোয়া কামনা করেন।
ইফতার ও দোয়া মাহফিলে কুরআন তেলাওয়াত করেন এবং মোনাজাত পেশ করেন । শিক্ষক বন্ধুদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে বন্ধুত্বের বাঁধন এসএসসি-২০০৮ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক কর্মকতা কর্মচারী প্রতিষ্ঠানের ৬০ জন ব্যাচম্যাট উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত