ফারুক হোসেন ডন, নাচোল থেকে –
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাচোল উপজেলার সকল শ্রেণী পেসার মানুষ’কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। ১নং কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব।
এক শুভেচ্ছা বার্তায় নাচোল উপজেলার সকল জনসাধারণ ও মুসলিম উম্মার অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধ কামনা করেছেন।
শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব জানান- সহমর্মিতা, ভ্রাতৃত্বরোদ, সম্য, মিত্র সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রতিবছরের মত এবারও এসেছে পবিত্র ঈদুল ফিতর খুশির ঈদ নাচোল বাসীকে জানাই ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা “ঈদ মোবারক ”
একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদে সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলা সম্প্রীতি, সৌহাদা ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বরোদ মহিমান্বিত আহ্বানের শান্তি- সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।
নাচোল উপজেলার সকল জনগণসহ দেশবাসীর অনাবিল সুখ- শান্তির পাশাপাশি পবিত্র ঈদুল ফিতরের নিয়ে আসুক মহামারি মুক্ত এক সুন্দর পৃথিবী সেই প্রত্যাশা করে সকল কল্যাণ কামনা করেন।
জাকারিয়া আল মেহরাব” চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ১নং কসবা ইউনিয়ন চেয়ারম্যান।