ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
নাচোলে জামায়াতে ইসলামীর আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনীতে পৌর এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত জামায়াত কর্মী সমর্থকরা এসে মিলনমেলায় অংশগ্রহণ করে। বুধবার (২রা এপ্রিল) বিকেল ৪ টায় পৌর এলাকার বেগম মহসিন ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে জামায়াতের পৌর শাখার উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ।
নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলামের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর জামায়াতের সহ-সেক্রেটারী ইসমাইল হোসেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামায়াতের উপজেলা আমির প্রভাষক ইয়াকুব আলী। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সেরাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোঃ আব্দুল মোহাইমিন, পৌর জামায়াতের সেক্রেটারী অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, খলিলুর রহমান । পুনর্মিলনীতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।
এ সময় জামায়াতে ইসলামী নেতারা বলেন, ঈদ কেবল আনন্দের উৎসবই নয়, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক। এই ধরণের পুনর্মিলনী অনুষ্ঠান পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।