ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
সাংবাদিক কল্যাণ তহবিল (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) এর সভাপতি আসাদুল্লাহ আহমদ এর সভাপতিত্বে মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে নাচোল বাসস্ট্যান্ডে ড্রীম ক্যাফে থ্রীতে এ কমিটি গঠন করা হয়েছে। নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কমিটিতে দৈনিক আমাদের সময়ের নাচোল প্রতিনিধি ও দৈনিক চাঁপাই দর্পণের স্টাফ রিপোর্টার শাকিল রেজা সভাপতি এবং দৈনিক আমার সংবাদ ও দৈনিক জনবানী পত্রিকার নাচোল প্রতিনিধি ও জনপ্রিয় আইপি চ্যানেল নন্দিত টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে দৈনিক উপচারের সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক প্রতিদিনের সংবাদ নাচোল উপজেলা প্রতিনিধি ও জনপ্রিয় আইপি টিভি ডিসিবি ২৪ নিজস্ব প্রতিনিধি ফারুক হোসেন ডন, অর্থ সম্পাদক হিসেবে দৈনিক এই বাংলা ও দৈনিক নাগরিক ভাবনার নাচোল প্রতিনিধি আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য দৈনিক ভোরের চেতনা ও সাপ্তাহিক ভোলাহাট সংবাদের নাচোল প্রতিনিধি সফিকুল ইসলাম এবং দৈনিক চাঁপাই দর্পণের পৌর প্রতিনিধি মুক্তার হোসেন নির্বাচিত হয়েছেন। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় নাচোল উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান ও বিসিআইসি সার ডিলার মোঃ পলাশ ইসলাম উপস্থিত ছিলেন। সভায় সংগঠনকে গতিশীল করতে বিভিন্ন আলোচনা উত্থাপিত হয় এবং পদক্ষেপ গ্রহণ করা হয়। চলতি মাসের ফেব্রুয়ারি ২২ তারিখ এ কমিটির মেয়াদ শেষ হয়, এবং সবার মতামতের ভিত্তিতে পুনরায় এই কমিটি দুই বছরের জন্য ঘোষণা করা হয়