মোঃ ফারুক হোসেন ডন নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল - গোমস্তাপুর ও ভোলাহাট ৩টি উপজেলা নিয়ে গঠিত একমাত্র সংগঠন "সাংবাদিক কল্যাণ তহবিল" এর সদস্য, পরিবার ও অতিথিদের নিয়ে দিনব্যাপী আনন্দ বিনোদন বাৎসরিক ফ্যামিলি ডে ২৪ জানুয়ারি '২৫ শুক্রবার তানোর উপজেলার নাইস গার্ডেন পার্কে অনুষ্ঠিত হয়।
এলক্ষ্যে সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহমদের সভাপতিত্বে ৩ উপজেলার সাংবাদিক ও তাদের সহধর্মিণী, দাতা সদস্য ও আজীবন দাতা সদস্যগণ উপস্থিত ছিলেন।
সাংবাদিক কল্যাণ তহবিলের সদস্য সাংবাদিক সারওয়ার জাহান সুমনের সঞ্চালনায় দিনব্যাপী বিভিন্ন দেশাত্বকবোধক গান, কৌতুক, ম্যাজিক, ছোট নাটিকা, গান-গজল, কুইজ প্রতিযোগিতা, গম্ভিরাসহ নানা আয়োজনে দিনটি আনন্দ-বিনোদনের মধ্যদিয়ে পালিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত