1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা অপেক্ষা করে ক্যাম্পাসে প্রবেশ করবে কুয়েট শিক্ষার্থীরা

অনলাইন নিউজ ডেক্স
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে
সংগৃহীত ছবি

অনলাইন নিউজ ডেক্স

বন্ধ থাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসে রোববার (১৪ এপ্রিল) দুপুর ২টায় ঢোকার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও শিক্ষার্থীরা হলে ফেরার এই সিদ্ধান্তে অটল থাকায় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রদের প্রবেশ ঠেকাতে ক্যাম্পাসের প্রধান দুটি গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে এবং অভিভাবকদের মোবাইলে বার্তা পাঠিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে না পাঠানোর অনুরোধ করেছে।

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তাদের পড়াশোনা ও উপার্জন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শান্তিপূর্ণভাবে হলে ফিরে শিক্ষাজীবন স্বাভাবিক করতে চান তারা।

একাধিক শিক্ষার্থী অভিযোগ করেছেন, প্রশাসন ইচ্ছাকৃতভাবে ক্যাম্পাসে ফেরাকে প্রতিহত করছে। এমনকি বাইরের একজনকে দিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করানো হয়েছে বলেও দাবি করেন তারা।

এদিকে কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ‘লং মার্চ টু কুয়েট’ কর্মসূচি ঘোষণা করেছেন। শনিবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পেজে এই কর্মসূচি ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হন। এর পরিপ্রেক্ষিতে ২৫ ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করে কুয়েট প্রশাসন।

এ বিষয়ে কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ জানান, পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থী ও অভিভাবকদের বারবার বুঝিয়ে বলা হচ্ছে যাতে কেউ বিশ্ববিদ্যালয়ে না ফেরে। বিষয়টি বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনারকে জানানো হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি (নর্থ) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, কুয়েট পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং ক্যাম্পাসের দুই প্রবেশপথে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট