বুলবুল আহম্মেদ বুলু, বদলগাছী নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে উপজেলা শহরের প্রধান সড়ক প্রশস্তকরনে রাস্তার দুপাশে জমি অধিগ্রহণের জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
১৬ই ফেব্রুয়ারি রোববার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে সাধারন-জনতার ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বদলগাছী উপজেলা শহরের প্রধান সড়কটি প্রশস্তকরনের কাজ চলছে।
সড়ক প্রশস্তকরণ চলমান কাজে সড়কের দুপাশে জমি অধিগ্রহণ না করে এক পাশে অধিগ্রহণের চেষ্টা করায় স্থানীয়রা বৈষম্যর শিকার হচ্ছে বলে মানববন্ধন থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এক পাশে নয় বৈষম্য দূর করে দ্রুত সড়কের দুপাশের জমি অধিগ্রহণের জন্য জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনের পর একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে-একটি স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক জাহাঙ্গীর আলম, টিটু,বেলাল,মাসুূদ, সাথী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত