হাসান আলী সোহেল নাটোর প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে রাতের আঁধারে পুকুর খননকারীদের ৫টি ভেকুর ব্যাটারি ও টুলবক্স জব্দ করেছে সেনাবাহিনী। বুধবার রাতে উপজেলার পাঁচুড়িয়া,বাঁশবাড়িয়া ও জামনগর এলাকায় অভিযান পরিচালনা করে ৫টি ভেকুর ব্যাটারি ও টুলবক্স জব্দ করে সেনাবাহিনীর একটি চৌকস দল।তবে অভিযানের কথা জানতে পেরে ঘটনা স্থল থেকে সেনাবাহিনী পৌছানোর আগেই সটকে পড়ে পুকুর খননকারীরা। এ তথ্য নিশ্চিত করেছেন সেনাবাহিনীর লালপুর ক্যাম্পের অধিনায়ক ইশতিয়াক আহমেদ।তিনি জানান,জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত