1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

বিয়ে বাড়ীতে নাচ-গানের বদলে মাদ্রাসার এতিম শিশুদের দিয়ে কোরআন খতম, প্রশংসায় ভাসছেন কনের বাবা!

বুলবুল আহমেদ ( বুলু), বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ 
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

বুলবুল আহম্মেদ ( বুলু) বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ

 

বিয়ে বাড়িতে যেখানে নাচ-গান আর হৈহুল্লা হয়, সেখানে ভিন্ন আয়োজন করলেন কনের বাবা ইমরুল কায়েস সুহেল।

 

শুক্রবার (১৭ জানুয়ারি ) সকালে বদলগাছী উপজেলা মিঠাপুর ইউনিয়নে বিয়ের অনুষ্ঠানে মাদ্রাসার এতিম শিশুদের দাওয়াত দিয়ে কোরআন খতমের আয়োজন করে অনন্য নজির স্থাপন করলেন কনের বাবা এমরুল কায়েস সুহেল । এ উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার সবাই।

স্থানীয়সূত্রে জানাযায়, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের ভেরেন্ডি ৯নং ওয়ার্ডের ইমরুল কায়েস সুহেল এর বড় মেয়ে সামিয়া তাহসিন আক্তার (২০) এর সাথে কোলা ইউপির কোলা পালশা গ্রামের মোঃ ইয়াকুব মহুরীর ছেলে আবু ছাহেলা মোহাম্মদ সজীব (২৪) এর বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যতিক্রম ধরনের এই বিয়েতে আয়োজন হয়নি গায়ে হলুদের অনুষ্ঠান, বাজনো হয়নি কোন গান, নাচ গান পরিহার করে স্থানীয় একটি মাদ্রাসার ২৫ জন এতিম শিশুকে দাওয়াত দিয়ে কোরআন তেলওয়াতের ব্যবস্থা করেন কনের বাবা মোঃ ইমরুল কায়েস সুহেল । এতে এলাকার মানুষেরা মাঝে অন্য রকম অনুভূতি দেখা দিয়েছে। এলাকার মানুষের প্রসংশায় ভাসছে কনের বাবা। অপসংস্কৃতি বাদ দিয়ে ইসলামি সংস্কৃতি ফিরে আসবে বলে মনে করেন এলাকার সাধারন মানুষ।

খাদাইল সরকার পাড়ার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ নুরে আলম বলেন, বিয়ে একটি সর্বজন স্বীকৃত পবিত্র এবং সামাজিক বন্ধন। একজন প্রাপ্ত বয়স্ক তরুণ এবং একজন প্রাপ্ত বয়স্ক তরুণী সমাজের এবং ধর্মীয় রীতিনীতি সমাজের এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়। ইসলাম এমন একটি জীবনব্যবস্থা যেখানে প্রাপ্ত বয়স্ক হলেই ছেলেমেয়ের বিয়ে দেওয়ার কথা স্পষ্ট করে বলছেন। বিয়ের মাধ্যমে দুইজন ব্যক্তি সংসার শুরু হয়। তাই বর্তমান সমাজে বিয়ে বাড়ী সাধারনত নাচ-গান আর অন্য রকম আয়োজনের মধ্যেই দিনটি অতিবাহিত করার কথা। কিন্তু কনের বাবার পক্ষ থেকে যে কোরআন তেলওয়াতের আয়োজন করা এটা প্রশংসনীয়।

আমরা চাই এই রেওয়াজ যদি সব জায়গায় ছড়িয়ে পরে তবে সমাজের বেহায়াপনা আর থাকবেনা বলে মনে করেন হাফেজিয়া মাদ্রাসার এ শিক্ষক।

কনের বাবা ইমরুল কায়েস সুহেল বলেন, আমার মেয়ে সামিয়া তাহসিন আক্তারের সাথে মোঃ ইয়াকুব মহুরির পুত্র মোঃ সজীব সাথে গত দেড় মাস আগে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে বিয়ের প্রথম রিতী কাবিন করে রাখা হয়েছিল।

শুক্রবার ইসলামি শরিয়ত অনুযায়ী অনুষ্ঠানের মাধ্যমে একজন হাফেজ স্বামীর হাতে আমার মেয়েকে তুলে দিচ্ছি। আর এ জন্যই আমি অন্য কোন আয়োজন না করে কোরআন তেলাওয়াতের আয়োজন করেছি। আমরা বিপদে পড়লে যেখানে আল্লাহকে ডাকি এবং সে বিপদ থেকে আল্লাহ ছাড়া কেউ রক্ষা করার থাকেনা তাই আমি বিশ্বাস করি এতে আমার মেয়ের সংসার জীবন অনেক সুখে ও সাচ্ছন্দ্যে সুখের হবে ইনশাআল্লাহ।

ব্যতিক্রমী এ বিয়ে ব্যাপারে মিঠাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ হোসেন জানান, কাবিনের সময় আমি নিজে উপস্থিত ছিলাম। মেয়ের বাবা মোঃ ইমরুল কায়েস সহেল একজন নামাজি ও ভালো মনের মানুষ। আর এ জন্যই তার এমন কোরআন খতমের আয়োজন। আর আমি এ আয়োজনে ব্যাক্তিগত ভাবে খুব খুশী। আমার ইউনিয়নে এর আগে এমন কোন আয়োজন হয়নি।

 

তাং ১৮-১-২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট