ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে মোঃ শহিদুল ইসলাম গত ১৩ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে যোগদান করেছেন। যোগদানের পর সরকারি বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সাক্ষাতের সুযোগ না মেলায় গত বৃহস্পতিবার রাতে তার কার্যালয়ে ভোলাহাট প্রেসক্লাবের সদস্যদের নিয়ে চা-চক্রে কিছুক্ষণ কথোপকথন হয়।
তিনি এর আগে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন। সেখান থেকে উক্ত তারিখে ভোলাহাটে বদলী হয়ে বর্তমান কর্মরত আছেন। তিনি রাজশাহীর গোদাগাড়ী থানা তার জন্মস্থান।
থানায় কিছুক্ষণ চা-চক্রে উপস্থিত ছিলেন, ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি কায়সার আহমেদ, সহসভাপতি এম. এস. আই শরীফ, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির।
অতিথি হিসেবে সাংবাদিকদের সাথে ছিলেন, বিশিষ্ট শিল্পপতি বৃহত্তর বজরাটেক আলীসাহাসপুর গ্রামের কৃতিসন্তান নারায়নগঞ্জের কালার ওয়াল কর্পোরেশন স্বত্বাধিকারী মোঃ নাসির উদ্দিন ও থানার সাব-ইন্সপেক্টর মোঃ কামাল উদ্দিন।
কিছুক্ষণ আলাপচারিতায় অফিসার ইনচার্জ বলেন, ভোলাহাট উপজেলার সকল স্তরের মানুষ সহজসরল মানুষ। তাদেরকে নিয়ে আমার থানার প্রশাসনিক ও অন্যান্য কাজ করতে ভালোই অনুভব করবো ও সামনের দিনগুলিতে আমার দাপ্তরিক কাজে তাদের সবাইকে সার্বিক আইনী সহায়তা দেয়ার জন্য সকলস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত