বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ৪ নং মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মিঠাপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন বলেন, নওগাঁ জেলার বদলগাছী উপজেলা সহ দেশের সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায়ের মাঝে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের মাঝে নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।
তিনি আর বলেন, ভেদাভেদ ভুলে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে হবে। পবিত্র ঈদুল ফিতরের গুরুত্ব ও মহত্ত্ব থেকে শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি।
এছাড়া মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করতে হবে। তাই সব ভেদাভেদ ভুলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ্য হয়ে অসাপ্রদায়িক চেতনায় ধারণ করে একে অপরের প্রতি পারস্পারিক সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে।
ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি -সুখময় হোক সবার জীবন এই প্রত্যাশাই আবারও সবাই কে জানাই ঈদ মোবারক।।