ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুর উপজেলায় জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবন্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ১৩ই মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় মোহনপুর নির্বাচন কমিশন অফিসের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এর আয়োজনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির নাম ‘স্ট্যান্ড ফর এনআইডি’। এই কর্মসূচিতে কর্মকর্তা ও কর্মচারীরা সকাল ১১ টা থেকে বেলা দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি করেন। এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাচন অফিসার হাইউল ইসলাম, অফিস সহকারি রায়হান আলী, ডাটা এন্ট্রি অপারেটর বিশ্বজিৎ ,সজিব হোসেন, স্ক্যানিং অপারেটর শাহানাজ পারভিন, অফিস সহায়ক আব্দুল সামাদ, পরিচ্ছন্ন কর্মী মোজাম্মেল হক, স্টোর রুম নাইট গার্ড কাউসার আলীসহ আরো অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত কর্মসূচিতে অংশ নেন, ভোটার তালিকা হালনাগাদ সুপার ভাইজার কামরুজ্জামান, প্রভাষক আব্দুল মমিন, এনামুল করিম, মুঞ্জুর রহমান, আবুল কালাম আজাদ, আজিমুদ্দিনসহ প্রমূখ।মোহনপুর উপজেলা নির্বাচন অফিসার হাইউল ইসলাম বলেন, দুই অফিসে এনআইডি সেবা কার্যক্রম চালু হলে আমরা জনগণকে সেবা দিতে অনেক ধরনের সমস্যায় পড়বো। এতে করে জনগণও ভুগান্তিতে পড়বে। তাই অন্তর্বর্তীকালীন এই সরকারের এমন সিদ্ধান্ত বাতিল করে পূর্বের নিয়মে কার্যক্রম চালানোর দাবিতে আমাদের এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করা হয় ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত