ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুরে সিএনজির সঙ্গে ভুটভুটির সংঘর্ষে পলাশ নামের ২১ বছরের এক সেনা সদস্য ও আব্দুল কুদ্দুস নামের ৪১ বছর বয়সী এক মসজিদের ইমাম নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার সইপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য নওগাঁ জেলার মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত। এবং নিহত মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস একই জেলার রাণীনগর উপজেলার উপর তালিমপুর গ্রামের তোতা হাজির ছেলে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত পলাশ ও কুদ্দুস দুজনে একটি সিএনজি গাড়িতে করে রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশ্যে রওনা হন। তাদের বহনকৃত সিএনজিটি বাকশিমইল ইউনিয়নের সইপাড়া গ্রামস্থ মেডিকেল গেটের উত্তর পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুটভুটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় সিএনজির যাত্রী পলাশ এবং আব্দুল কুদ্দুস গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসলে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তাদের পরিবারের কাছে হস্তানতর করা হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত