সামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।রহনপুর সহ গোমস্তাপুর উপজেলায় মাদক এবং অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি, রহনপুর রেলওয়ে বন্দরের কার্যক্রম সহ এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এ মতবিনিময় সভায়। মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ২৩ ফেব্রুয়ারী রবিবার দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে। এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা পর্যায়ের নেতা রাসেল, মাহিদুর, সামিউল বাশির, হিজবুল্লাহ, ইসতিয়াক ও রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদ এর আহবায়ক নাজমুল হুদা খান প্রমুখ।