১৫-০৩-২০২৫
পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার
রাজশাহী রেলওয়ে স্টেশনে দুটি খালি ট্রেনের আড়াআড়ি সংঘর্ষ ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়,রাজশাহী রেলওয়ে স্টেশনের ওয়াশপিট লাইনে একটি ট্রেন প্রবেশ ও আরেকটি ট্রেন বাইর হওয়ার সময় ভুল সিগনালের কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একটি ট্রেনের পেছনে থাকা খাবার বগি লাইনচ্যুত হয়।
তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুই ট্রেনের সংঘর্ষের ঘটনার পর ওই বগিতে যাত্রীদের জন্য থাকা খাবারসামগ্রীগুলো বের করে নিয়ে আসেন রেলের কর্মচারীরা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনমাস্টার আবুল কালাম আজাদ জানান,দুপুরে বাংলাবান্ধা ট্রেনটি ওয়াশপিট থেকে স্টেশনের দিকে যাচ্ছিল। আর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল।
সিগন্যাল পয়েন্টে কোনো সমস্যা থাকার কারণে ধূমকেতু এক্সপ্রেসকে আড়াআড়িভাবে ধাক্কা দিয়ে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। ঢাকা থেকে আসা এ ট্রেনটি (ধূমকেতু) ওয়াশ করার পর পদ্মা এক্সপ্রেস হয়ে বিকেল ৪টায় রাজশাহী থেকে আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এজন্য একটি লাইনে বর্তমানে ট্রেন চলাচল বন্ধ থাকলেও এতে অন্যান্য রুটের ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না বলে জানান এ রেলওয়ে কর্মকর্তা।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম বলেন,দুটি ট্রেনের একটি পরিষ্কারের জন্য ওয়াশপিটে যাচ্ছিল,অন্যটি ওয়াশপিট থেকে বের হচ্ছিল। এ সময় সংঘর্ষ হয়। তবে সংঘর্ষের ফলে একটি ট্রেনের পেছনের বগি লাইনচ্যুত হয়। কিন্তু ট্রেন খালি থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান,ওয়াশপিটে পরিষ্কারের পর বের হচ্ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস। তখন ভুল সিগন্যালের কারণে পাশের লাইন দিয়ে ঢুকে যায় ধূমকেতু এক্সপ্রেস। এ সময় দুটি ট্রেনের সাইড কলিউশন হয়। বর্তমানে ট্রেন উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে এতে কিছুটা সময় লাগবে। দুর্ঘটনার কারণে বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনটির যাত্রা নির্ধারিত সময়ের ২ থেকে ৩ ঘণ্টা দেরি হতে পারে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম মামুনুল ইসলাম বলেন,এ ট্রেনের যাত্রী পরিবহন পুনরায় শুরু করতে কতক্ষণ লাগবে তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। ট্রেনটি এলেই উদ্ধারকাজ শুরু হবে। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়িত্ব অবহেলার বিষয়টি খতিয়ে দেখতে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত