1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

লন্ডনে তারেক রহমানের সঙ্গে কী নিয়ে কথা হয়েছে, জানালেন জামায়াত আমির

অনলাইন নিউজ ডেক্স
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেক্স

লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও রাজনীতির বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে সেটি চূড়ান্ত বা সিদ্ধান্তগত কিছু নয় বলেও জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানের একটি হোটেলে জামায়াত আমিরের ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জামায়াত আমির বলেন, আমাদের মূল উদ্দেশ্যই ছিল ওনাকে (বেগম খালেদা জিয়া) দেখা। কিন্তু যেহেতু তিনি তার বড় সন্তানের বাসায় অবস্থান করছিলেন, তিনিও (তারেক রহমান) ছিলেন। দুইজন বাংলাদেশি মানুষ চা খেতে গেলে পরিচিত না থাকলেও শুরু করে দেয় রাজনীতির কথা। আর আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবো আর রাজনীতির কথা হবে না, এ কী বাস্তব!

তিনি আরও বলেন, কথা হয়েছে, তবে সুনির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা হয়নি। কখন নির্বাচন, কবে নির্বাচন, বিচার প্রক্রিয়া কীভাবে হবে-বিভিন্ন বিষয়ে আমাদের আলোচনা হয়েছে।

জামায়াত আমির আরও বলেন, রাজনীতিতে আমরা চাই মতপার্থক্য থাকুক। না থাকলে রাজনীতিবিদরা অন্ধ হয়ে যাবে। তবে এটা যেন মতবিরোধে রূপ না নেক।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট