মো. আব্দুল বারী শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
অবশেষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষকে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বদলি করা হয়। এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষকে নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি করা হলো। বর্তমান কর্মস্থলের দায়িত্বভার আগামী ১২ মার্চের মধ্যে হস্তান্তর করতে হবে। অন্যথায় ১৩ মার্চ থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এ আদেশ জারি করা হলো। সম্প্রতি উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষের বিরুদ্ধে তার কার্যালয়ে অর্থ আদায়, অনিয়ম-দুর্নীতি ও শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, শিক্ষকদের আক্রোশমূলক বদলির অভিযোগ উঠে। এ নিয়ে সম্প্রতি জাতীয় পত্রিকায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ প্রকাশিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত