মো. আব্দুল বারী শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে তিনদিন ব্যাপি একুশে বই মেলা ও উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কেক কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকতেখারুল ইসলাম। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ভাষার মাস ফেব্রুয়ারি। একুশ আমাদের চেতনা। বাঙালি হিসেবে এই চেতনা আমাদের অন্তরে লালন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়াসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একুশে বই মেলায় ৫০টি ও উদ্যোক্তা মেলায় ১৩টি স্টল অংশ স্থান পেয়েছে। এর আগে একুশে বই মেলা ও উদ্যোক্তা মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা। আগামী ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা।