1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় আহত এখন টিভির সাংবাদিক মাসুমা আক্তারের মৃত্যু

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

 

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:

টানা চারদিনেরও বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন “এখন টিভির” রাজশাহী প্রতিনিধি মাসুমা আক্তার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে তরুণ উদীয়মান সাংবাদিক মাসুমা পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী “এখন টিভির” রাজশাহী ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাজিব।

মাসুমার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরের নারায়নপুরে, বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে একমাত্র মেয়ে তিনি। গুরুদাসপুরেই ছোট থেকে বেড়ে ওঠা তার।

গেল ১৪ ফেব্রুয়ারি কুমিল্লায় শ্বশুরবাড়িতে স্বামীসহ বেড়াতে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরজাহান হোটেলের উল্টোদিকে বাস থেকে নেমে সিএনজি ঠিক করার সময় দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে সিএনজি চালক ও মাসুমা আক্তার ও তার স্বামী গুরুতর আহত হন। প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

চিকিৎসায় উন্নতি না হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি অচেনত ছিলেন, পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। কিন্তু কোনো চেষ্টায় সফল হলো না। (মঙ্গলবার) ভোর সোয়া চারটার দিকে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান মাসুমা আক্তার।

এদিকে মাসুমার অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাজশাহীর জেলা ও উপজেলার কর্মরত সাংবাদিকরা। তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা তারা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট