মোহাম্মদ ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জের) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিক কল্যাণ তহবিল নাচোল - গোমস্তাপুর- ভোলাহাট পরিবারের আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল রেজার সঞ্চালনায় শনিবার (০৮ ই মার্চ ) ৭ রমজান রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে ইফতার ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানের শিক্ষা বাস্তব জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে। পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করতে হবে। আর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকতে হবে।
সাংবাদিক কল্যাণ তহবিল পরিবারের পক্ষ থেকে সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমদ অতিথির উদ্দেশ্যে তার বক্তৃতায় বলেন- আমাদের পরিবারে ডাকে আজকের ইফতারে আপনাদের উপস্থিতির জন্য আপনাদের কাছে কৃতজ্ঞা প্রকাশ করছি আমিও আমাদের পরিবার, তিনি আরো বলেন সাংবাদিক কল্যাণ তহবিল নাচোল- গোমস্তপুর - ভোলাহাট এই তিন উপজেলা নিয়ে গঠিত বৃহত্তর ও কল্যাণমুখী একটি সংগঠন। এই সংগঠনের সদস্যদের নিয়ে আমারা একটা পরিবার, আমাদের পরিবারের জন্য আপনারা সকলেই মনপ্রাণ খুলে দোয়া করবেন। এ সঙ্গে সদস্যদের গঠনমূলক পরামর্শ মানুষের কল্যাণে সক্রিয়ভাবে কাজ করতে পারি সেই সাথে সবার সযোগিতা ও কামনা করেন তিনি।
ইফতারের পূর্ব মুহূর্তে সংগঠনের প্রায়ত চার সাংবাদিক কামরুল ইসলাম, সালাউদ্দিন,আনোয়ার হোসেন লুলু,মোহাম্মদ আলী ও আত্মীয়-স্বজনসহ সমস্ত কবরবাসীর আত্মার মাগফেরাত কামনাসহ দেশ এবং জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।দোয়া পেশ করেন সংগঠনের কোষাধক্ষ্য হাজামুল হক আরাফাত ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সম্পদক কায়সার আহমেদ, দপ্তর সম্পাদক ইব্রাহিম বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ডন, সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন সনি-সহ কার্যনির্বাহী সদস্য সারোয়ার জাহান সুমন, মনিরুল ইসলামসহ কল্যাণ তবিলের অন্যান্য সদস্যরা।
তারিখ ০৮-০৩-২৫ ইংরেজি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত