ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শ্রেণীর সরকারী কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। মঙ্গলবার (১২-ই নভেম্বর) সময় বেলা ১২টায় মোহনপুর উপজেলা পরিষদ সস্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা ও সহকারী কমিশনার ( ভূমি) জোবাইদা সুলতানা পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, আফিয়া আখতার।
বক্তব্যে প্রধান অতিথি আফিয়া আখতার বলেন, মোহনপুরে আইনশৃঙ্খলা উন্নয়নে পদক্ষেপ গ্রহন করা হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করা, অবৈধভাবে পুকুর খনন যেন না করতে পারে, তিনি আরও বলেন, যে সব সকলের অভিযোগ উঠেছে তাহা দূর করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরিফুল কবীর, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান মাহবুব আর রশিদ, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, সদস্য সচিব বাচ্চু রহমান,
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক জি,এ,এম আব্দুল আওয়াল, সেক্রেটারী আব্দুল গফুর মৃধা, নায়েবি আমীর আবুল কালাম আজাদসহ সকল কর্মকর্তা ও কর্মচারী, বীরমুত্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজ, বিভিন্ন ইউনিয়নের ইউপি প্যানেল চেয়ারম্যান সহ কাউন্সিলর ও ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত