ডেক্স রিপোর্ট
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অধিভূক্ত সংগঠন সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় শহরের চেম্বার ভবনের হলরুমে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-সভাপতি আক্তারুল ইসলাম রিমন, পরিচালক মফিজ উদ্দিন, দেলোয়ার হোসেন, নূর আমিন, ব্যবসায়ী সামসুজ্জামান গানু, সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য একরামুল হক, বাবুল হাসনাত দুরুল, আসাদুল হক বিয়েল, জামাল উদ্দিন, আরিফ উদ্দিন ইতি।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল বারেক, মনিরুল ইসলাম, বাহারাম আলী, সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য সাঈদী হাসান, মাসুদ রানা, জাকির হোসেনসহ প্রমুখ।