ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী ‘২৫) বেলা ১১টায় ইউএনও অফিস কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাসিক উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা, আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, সার্বজনীন জন্মনিবন্ধন টাস্ক ফোর্স, আইসিটি সংক্রান্ত এবং ইনোভেশন টিমের সভাগুলিতে অংশ নেন, থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি হিসেবে এসআই আব্দুল বারী, ইউপি চেয়ারম্যানগণ-আলহাজ্ব পিয়ারজাহান, ইয়াসিন আলী শাহ্, আলহাজ্ব মোজাম্মেল হক চুটু ও আফাজ উদ্দিন পানু মিঞা, বিজিবি চাঁনশিকারী ও জেকে পোল্লাডাঙ্গা কোম্পানী কমান্ডার-সুবেদার আবু হানিফ ও সুবেদার ইদ্রিস আলী, উপজেলা প্রকৌশলী আহারাম আলী, , সমাজসেবা অফিসার নাসিম উদ্দিন, আরডিও সবুজ আলী, শিক্ষা কর্মকর্তা মুনমুন আক্তার, মৎস্য কর্মকর্তা ওয়ালিউর রহমান, বিএমডিএ প্রকৌশলী লোকমান হাকিম, বীরমুক্তিযোদ্ধা তৈমুর হোসেন, অধ্যক্ষগণ-জামাল উদ্দিন, রহমত আলী ও মাসুদ রানা, প্রধান শিক্ষক কোরবান আলী, হোসনে আরা পাখি, উপজেলা মডেল মসজিদ ইমাম আব্দুল কাদির, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী সন্ধ্যা রানী, স্থানীয় সাংবাদিকগণ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।