মোঃ ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল -আমনুরা মহা সড়কে এক ব্যক্তির সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এলাকা সূত্রে জানা গেছে বুধবার (০৫ মার্চ) আনুমানিক বিকাল সোয়া ৪ টার দিকে তোহুরুল ইসলাম ডালিম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি নাচোল উপজেলার আখিলার গ্রামের মৃত: আলেপ আলীর ছেলে। সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দরগাপাড়া নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটে। এলাকা সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি লেদ ব্যবসায়ী, উনি ব্যবসায়িক কাজে প্রায় চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী যাওয়া আসা করে থাকেন । মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ট্রাকে ওভারটেক করতে গিয়ে ছাগল সামনে পড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছন চাকায় পিষ্ঠ হয়ে ঘটনা স্থলে তিনি মারা যায়। যা সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখে নিশ্চিত করা হয়।