1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা শিবিরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: মো: আব্দুল্লাহ
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মো: আব্দুল্লাহ 

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিকেল ৫টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আমির গোলাম রাব্বানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক শহর সভাপতি শফিক এনায়েতুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম রাব্বানী বলেন, আমরা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে কোনো ধরনের অন্যায় বা অবিচার থাকবে না। এই লক্ষ্য অর্জনের জন্য আমরা যুবসমাজকে আহ্বান জানাই, আপনারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করুন। কারণ একমাত্র ইসলামই একটি সুন্দর ও কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম।

বিশেষ অতিথির বক্তব্যে শফিক এনায়েতুল্লাহ বলেন, আমি ছাত্র ভাইয়েদের প্রতি অনুরোধ জানাই, আপনারা আল্লাহর পথে নিজেদের যৌবনকে ব্যয় করুন। রমজান মাসে আপনারা যেভাবে সংযম ও ইবাদতে মগ্ন থাকেন, সেই একই নিষ্ঠা ও আদর্শ বজায় রেখে বাকি মাসগুলোও অতিবাহিত করুন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আল গালিব, হিউম্যান রিসোর্স সম্পাদক আসাউল ইসলাম, সাবেক কলেজ শাখা সভাপতি আব্দুল হাদি এবং নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক গোলাম মোস্তফা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট