ধোনি এখন আর সব ম্যাচে ব্যাটিংয়ে নামেন না। তবে, শেষ দিকে কয়েকটি বল খেলার জন্য উইলোর সঙ্গে মাঠে নামেন এবং এতে তাকে সফলতাও পেয়েছেন। গত মৌসুমে ২০০.৫৫ স্ট্রাইকরেটে ১৬১ রান করেন, যেখানে ১৩ ছক্কা ও ১৪ চারের মার ছিল।
অনলাইন নিউজ ডেক্স
মহেন্দ্র সিং ধোনির অবসরের বিষয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা। তবে ৪৩ বছর বয়সী ভারতের সাবেক অধিনায়ক কোনো ধরনের চিন্তা বা চাপ অনুভব করছেন না। উল্টো মজা করে তিনি বলেছেন, ‘হুইলচেয়ারে থাকলেও চেন্নাই আমাকে নেবে। ‘
রবিবার রাতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মাঠে নামার আগে, ধোনি জিও স্টারকে বলেছেন,’চেন্নাই সুপার কিংসের হয়ে যতদিন আমি খেলতে পারি, খেলবো।
এটা আমার ফ্র্যাঞ্চাইজি। এমনকি আমি হুইলচেয়ারে থাকলেও তারা আমাকে খেলাবে। ‘
২০০৮ সালে নেতৃত্ব গ্রহণের পর থেকে মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যৌথভাবে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছেন ধোনি। আগামী জুনে ৪৪ বছর পূর্ণ করতে যাচ্ছেন তিনি।
ধোনি এখন আর সব ম্যাচে ব্যাটিংয়ে নামেন না। তবে, শেষ দিকে কয়েকটি বল খেলার জন্য উইলোর সঙ্গে মাঠে নামেন এবং এতে তাকে সফলতাও পেয়েছেন। গত মৌসুমে ২০০.৫৫ স্ট্রাইকরেটে ১৬১ রান করেন, যেখানে ১৩ ছক্কা ও ১৪ চারের মার ছিল।
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড ধোনির ব্যাপারে বলেন, ‘৪৩ বছর বয়সে সে যা করছে, তা সত্যিই অসাধারণ। গত দুই বছর ধরে আমরা কিছু নির্দিষ্ট শক্তির দিক অনুসরণ করে আসছি। তাই আমার মনে হয়, এবারও তেমন কোনো পরিবর্তন আসবে না। আশা করি, সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যাবে। ‘