1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

নাচোল উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ফারুক হোসেন ডন নাচোল প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

ফারুক হোসেন ডন নাচোল প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় রিক্সা ও ভ্যান শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) দুপুরে নাচোল বাজারে নাচোল উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নাচোল উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও নাচোল পৌরসভা মেয়র পদপ্রার্থী মনিরুল ইসলাম। তিনি বলেন, “শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রিক্সা ও ভ্যান শ্রমিকদের মাঝে চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

শ্রমিকরা এই সহায়তা পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট