ফারুক হোসেন ডন তথ্যচিত্রের ডেক্স রিপোর্ট
দেশের সর্ববৃহৎ , সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত সাংবাদিক সংগঠন, বাংলাদেশ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে, ইফতার মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ শে মার্চ -২০২৫ইং -রবিবার ২৯শে রমজান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি,
বাংলাদেশ প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা, সাংবাদিক এস এম সাখাওয়াত জামিল দোলনের, সভাপতিত্বে –
শাহিন শওকতের -সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি, মোহনা টিভির জেলা প্রতিনিধি-মোঃ নাসিম আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক- এস আলমগীর হোসেন, সেখানে বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন,জেলা সাংগঠনিক সম্পাদক- হাসান আলী (ডলার) জেলা যুগ্ম সাধারণ সম্পাদক- প্রভাষক এস এম শামসুজ্জোহা, জেলা সহ-সাধারণ সম্পাদক -সাখাওয়াত জামিল (মিঠু), পল্লব হোসেন, খুরশেদ আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি এ কে এম বাদরুল হোসেন৷ জেলা রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক- এসএম রুবেল, চ্যানেল এস এর শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি-মিজানুর রহমান সহ বাংলাদেশ প্রেস ক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলার এবং সকল উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন সেখানে বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিল এবং সাংগঠনকে গতিশীল রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বলেন আমরা হাতে হাত রেখে একত্রিত হয়ে সাংগঠনকে আরোও গতিশীল ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করে যাবো ইনশাআল্লাহ।