1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সানাউল ইসলাম সোহাগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

সানাউল ইসলাম সোহাগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী রোখসানা বেগমকে (২৭) কে গলা টিপে হত্যার অভিযোগে স্বামী জনি ইকবালকে (৩৬) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী রোখসানা বেগমকে (২৭) কে গলা টিপে হত্যার অভিযোগে স্বামী জনি ইকবালকে (৩৬) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাস কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান মামলার একমাত্র আসামি জনির উপস্থিতিতে এ আদেশ প্রদান করেন।

জনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুলপুর ঘোনটোলা গ্রামের এসাহাক মন্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওয়াদুদ। পিপি আব্দুল ওয়াদুদ জানান, ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে বাবার বাড়িতে স্বামীসহ ঘুমাতে যান রোখসানা। পরদিন সকালে শোবার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এ সময় তার স্বামীকে খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় ওই দিন জনিকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন নিহত রোখসানার বাবা। পরে ২০১৭ সালের ৯ অক্টোবর জনিকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরো জানান, জনি পেশায় ট্রাকচালক এবং রোখসানার দ্বিতীয় স্বামী ছিলেন। ৩ সন্তানসহ তালাক হওয়ার পর প্রেমের সম্পর্কে সূত্র ধরে রোখসানাকে বিয়ে করেন জনি।তবে তাদের সংসারে কলহ, মরাধর লেগেই থাকত।

২০১৮ সালের ৩১ অক্টোবর জনিকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা। ১৫ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানি শেষে আদালত জনিকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এড. সাইফুল ইসলাম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট