বুলবুল আহমেদ বুলু,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে শুরু হয়েছে এসএসসি ,দাখিল ও সমমানের পরীক্ষা।
বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে নকলমুক্ত পরিবেশে এ উপজেলার পরীক্ষা কেন্দ্র গুলোতে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রের দায়িত্ব প্রাপ্তদের তথ্যমতে, এই উপজেলায় ৪টি পরীক্ষা কেন্দ্র-সহ ২টি ভেন্যু কেন্দ্রে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ২৪৪৫ জন ।
কেন্দ্র গুলো মধ্য ছিল বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল, বদলগাছী লাবণ্যপ্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়,
ফতেজঙ্গেপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা,
বদলগাছী সরকারি মহাবিদ্যালয় ভেন্যু,
বদলগাছী মহিলা ডিগ্রি কলেজ ভেন্যু।
এই উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ও পরীক্ষার্থীর সংখ্যা জানা নেই-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার এমন মন্তব্যে এখন স্থানীয় মিডিয়া পাড়ায় চলছে সমালোচনার ঝড়।
কেন্দ্র সচিব মোজাফফর হোসেন ও মাসুদ রানা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে নকলমুক্ত পরিবেশে এ উপজেলার পরীক্ষা কেন্দ্র গুলোতে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।