অনলাইন নিউজ ডেক্স
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া রুশ নাগরিকের সঙ্গে সাক্ষা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ নাগরিকদের মুক্তি দেওয়ায় হামাসের ‘মানবিক পদক্ষেপের জন্য’ ধন্যবাদ জানান তিনি। বুধবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় ক্রেমলিনে মুক্তিপ্রাপ্ত রাশিয়ান নাগরিক আলেকজান্ডার ট্রুফানোভ ও তার পরিবারের সঙ্গে দেখা করেন পুতিন। তবে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে কোনো মন্তব্য করেননি রুশ প্রেসিডেন্ট।
পুতিন মুক্তিপ্রাপ্তদের উদ্দেশে বলেন, ‘আপনারা যে মুক্তি পেয়েছেন, তার কারণ হলো ফিলিস্তিনি জনগণ, তাদের প্রতিনিধিদের এবং বিভিন্ন সংস্থার সাথে রাশিয়ার স্থিতিশীল, দীর্ঘমেয়াদী সম্পর্ক রয়েছে।’
তিনি হামাসের মানবিক পদক্ষেপের প্রশংসা করে বলেন, আমাদের সঙ্গে সহযোগিতা করার এবং এই মানবিক কাজটি সম্পাদন করার জন্য হামাসের রাজনৈতিক শাখার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।
পুতিনের অফিসের তথ্য অনুযায়ী, ক্রেমলিনে অনুষ্ঠিত বৈঠকে রাশিয়ার প্রধান ইহুদি ধর্মগুরু বেরেল লাজার এবং রুশ ইহুদি সম্প্রদায়ের ফেডারেশনের সভাপতি আলেকজান্ডার বোরোদাও উপস্থিত ছিলেন।