1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

যে কারণে হামাসকে ধন্যবাদ জানালেন পুতিন

অনলাইন নিউজ ডেক্স
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেক্স

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া রুশ নাগরিকের সঙ্গে সাক্ষা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ নাগরিকদের মুক্তি দেওয়ায় হামাসের ‘মানবিক পদক্ষেপের জন্য’ ধন্যবাদ জানান তিনি। বুধবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় ক্রেমলিনে মুক্তিপ্রাপ্ত রাশিয়ান নাগরিক আলেকজান্ডার ট্রুফানোভ ও তার পরিবারের সঙ্গে দেখা করেন পুতিন। তবে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে কোনো মন্তব্য করেননি রুশ প্রেসিডেন্ট।

পুতিন মুক্তিপ্রাপ্তদের উদ্দেশে বলেন, ‘আপনারা যে মুক্তি পেয়েছেন, তার কারণ হলো ফিলিস্তিনি জনগণ, তাদের প্রতিনিধিদের এবং বিভিন্ন সংস্থার সাথে রাশিয়ার স্থিতিশীল, দীর্ঘমেয়াদী সম্পর্ক রয়েছে।’

তিনি হামাসের মানবিক পদক্ষেপের প্রশংসা করে বলেন, আমাদের সঙ্গে সহযোগিতা করার এবং এই মানবিক কাজটি সম্পাদন করার জন্য হামাসের রাজনৈতিক শাখার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।

পুতিনের অফিসের তথ্য অনুযায়ী, ক্রেমলিনে অনুষ্ঠিত বৈঠকে রাশিয়ার প্রধান ইহুদি ধর্মগুরু বেরেল লাজার এবং রুশ ইহুদি সম্প্রদায়ের ফেডারেশনের সভাপতি আলেকজান্ডার বোরোদাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট