1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারী উপজেলার মইদাম কলেজ মোড়ে বিজিবি’র সদস্য কর্তৃক বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ, একটি মোটরসাইকেল জব্দসহ এক চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়েছে।

আল জোবায়ের আহমেদ, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধি। 
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

আল জোবায়ের আহমেদ, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধি।

 

গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যসূত্রে (১৭ এপ্রিল ) দুপুর ২ টার দিকে কুড়িগ্রাম (২২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক (পিএসসি) এর নির্দেশনায় তার অধীনস্থ দিয়াডাংগা বিওপি’র দায়িত্বর্পূর্ণ সীমান্ত মেইন পিলার নম্বর-৯৭৯ দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় বিজিবির চৌকস ১০ সদস্যের একটি টহল দল ১,৯২৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, বাংলাদেশী নগদ টাকা, সীম সহ ১টি মোবাইল ফোন, মাদক পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেল জব্দের পাশাপাশি সামিউল ইসলাম(৩২) নামে এক চোরাকারবারী হাতে-নাতে আটক করে। আটককৃত সামিউল ইসলাম(৩২) ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের বাঁশজানী গ্রামের বাসিন্দা খয়বর আলীর পুত্র বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে কুড়িগ্রাম (২২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সূত্রে পাওয়া তথ্য মতে বিজিবি সদস্যরা উক্ত স্থানে অবস্থান নিয়ে মোটরসাইকেল আরোহী যুবককে থামানোর সংকেত দিলে সে দ্রুত বেগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় বিজিবি সদস্যরা তাকে ঘিরে ফেলে তার কাছ থেকে উক্ত মাদকদ্রব্য, নগদ অর্থ, ব্যবহৃত মোবাইল ফোন এবং মাদক পাচারের কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্য পাচারের দায়ে মামলার মাধ্যমে ভূরঙ্গামারী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন । তিনি আরও বলেন, মাদকদ্রব্য পাচার রোধে সীমান্তে বিজিবি’র অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট