1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অনলাইন নিউজ ডেক্স
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেক্স

যুক্তরাষ্ট্র ও চীনের চলমান বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ব বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। পাল্টাপাল্টি শুল্ক আরোপে দিশেহারা দুই দেশের ব্যবসায়ীরাও। তবে এমন উত্তেজনার মধ্যেই আশাব্যঞ্জক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, চীনা পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়ে তিনি আগ্রহী।

গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি চাই না শুল্ক আরও বাড়ুক। কারণ, সেটা মানুষের ক্রয়ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমি শুল্ক কমাতেও পারি—আপনারা নিশ্চয় চাইবেন মানুষ যেন কেনাকাটা করতে পারে।’

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ করলেও চীনের ভাগ্যে শিথিলতা আসেনি। বরং পর্যায়ক্রমে সে দেশের ওপর শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশ করা হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশে উন্নীত করে।

এ অবস্থায় নতুন করে শুল্ক আরোপ এড়াতে দৌড়ঝাঁপ শুরু করেছে বিভিন্ন দেশ। ট্রাম্প জানিয়েছেন, শুল্ক ইস্যুতে চীনের পক্ষ থেকে বেশ কয়েকবার যোগাযোগ করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুব ভালো’ একটি চুক্তি হতে যাচ্ছে।

রয়টার্সও জানিয়েছে, যুক্তরাষ্ট্র-চীন শুল্ক আলোচনার বিষয়টি বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। যদিও আলোচনায় চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সরাসরি অংশগ্রহণের বিষয়ে কিছু জানানো হয়নি।

এর আগে চীন ঘোষণা দিয়েছিল, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আর শুল্ক বাড়াবে না এবং ‘শুল্ক খেলা’ থেকে নিজেদের গুটিয়ে নেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট