ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হরিমোহন হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী সিয়াম আহমেদের চিকিৎসায় সরকার, প্রবাসী ও সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন করেছে তার পরিবার। সিয়াম আহমেদ (১২) চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বটতলা হাট মাঝপাড়া মহল্লার সাংবাদিক এনামুল হক নাসিমের ছোট ছেলে। জানা গেছে, সাংবাদিক এনামুল হক নাসিমের দুই সন্তানের মধ্যে বড় সন্তান এবার এস.এস.সি পরীক্ষার্থী আর ছোট সন্তান সিয়াম নবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী মর্নিং শিফ্টের শিক্ষার্থী। গত ৭ এপ্রিল দাঁতের সমস্যায় ডাক্তারের মাধ্যমে দাঁত উঠানোর পর রক্তপড়া বন্ধ না হওয়ায় গত ১০ এপ্রিল রক্তরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ এম মুর্শেদ জামান মিঞা রক্ত পরীক্ষা করে দেখেন, সিয়াম এপিএমএল নামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে বলে জানায়। এরপর সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঢাকায় রক্ত পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর ১৮ এপ্রিল এপিএমএল নামের ব্লাড ক্যান্সারের বিষয়টি নিশ্চিত করে চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকা প্রস্তুত রাখার পরামর্শ দেন। সিয়ামের চিকিৎসায় প্রায় পনের লাখ টাকার প্রয়োজন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে পরিবারের পক্ষে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তাই সরকার, প্রবাসী ও সমাজের বৃত্তবানদের নিকট সাহায্যের আবেদন করেছে তার পরিবার। তাকে সাহায্য পাঠানো যাবে এই ব্যাংক হিসাবে: মোঃ এনামুল হক নাসিম, হিসাব নং-০০৬১১২১০০০০২৬৪৩, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, চাঁপাইনবাবগঞ্জ শাখা, চাঁপাইনবাবগঞ্জ। বিকাশ ও নগদ (পারসোনাল) ০১৭৬৭-৪০৮৪৮৫ (এনামুল হক নাসিম)।